সব শ্রমিকের ছুটি হয় না, শ্রমিক দিবস যতই হোক।
আট ঘণ্টা নামেই থাকে, তারা শ্রম দেয় বরাবর।
সেই শ্রমের দাম হয়না, বিনা মজুরিতেই খাটে তারা
বাবা-মা বলে ডাকি আমরা, দায়িত্ব সব তাদের উপর।
সব শ্রমিকের ছুটি হয় না, সবাই আবার শ্রমিক না।
নামটা শুধু জড়িয়েছে খাতায়, এর বেশি কিছুই না।
সব শ্রমের নাম হয় না, কিছু শ্রম কেউ দেখেনা চোখে।
শ্রমিক তারা খেটেই মরে, লবিবাজির বিকট গ্রাসে।
কিছু শ্রম হারিয়ে যায় এভাবে সব শ্রমের মাঝে,
হারিয়ে যায় সে শ্রমের কথা ধানের শীষে দুব্বা ঘাসে।
ভালোবেসে যে ছেলেটা চাকরি খোঁজে হন্যে হয়ে,
পরীক্ষায় পাসের আশায় পড়ছে যারা রাত্রি জেগে,
ঠাণ্ডা হওয়া এসি রুমে যে মানুষটা হিসেব কষে,
তারা সবাই শ্রমিক হিসেবে সবার কাছে গণ্য হবে।
শ্রমিক তুমি, শ্রমিক আমি, শ্রমিক গোটা জগৎ জুড়ে।
শ্রম দিবস সবার জন্য, ছুটি কি হয় এই দিনের তরে?