মহাভারতে দুর্যোধন গেছিল বলে—
“নাহি দিব সূচ্যগ্র মেদিনী যুদ্ধ নাহি
হলে!” সেই সূত্র ধরি, করিয়া গাজোরি,
অমিত্রে মিত্রোভাবে দেহি, ভীষণ রণে
বিভীষণ রূপে লক্ষ্মণের সাথে আসে
বধি মেঘনাদ বীরজনে, শত শত
সেনারে, যারা ঘুমঘোরে আছিল কিংবা
অস্ত্রহীন অভিমন্যু হেন সমরে। “হে
তাত!” বলে যতই সম্ভাষি, হেসে এক
মিষ্ট হাসি, ঠিক দেয় ছুরি বিঁধে পিঠে।
তেরঙা জড়ানো গায়, পুরা দেহ নাই
তায়, দেশের জন্য দেওয়া প্রাণ। এই
বীরজনে, ফেব্রুয়ারি চতুর্দশ দিনে
চতুর্দশপদে মোরা জানাই সম্মান।
— কলমে কান্তি