রোমান্স মানে নদীর ধারে হাতে দু কাপ চা।
একটা তোমার, একটা আমার, আর সময়ের প্রতীক্ষা।
রোমান্স মানে কবিতার দু লাইন হলো ডেডিকেটেড!
ফুচকা খাওয়া, পার্কে ঘোরা, সেই পুরোনো, ব্যাকডেটেড।
রোমান্স মানে রোমাঞ্চ শিহরণ, শুধু নাম শুনে।
রোমান্স মানে আবেগতাড়িত একসাথে তারা গুনে।
রোমান্স মানে একটা দুটো হালকা অভিমান।
রোমান্স মানে দেবানন্দের সেই এভারগ্রীন গান।
রোমান্স মানে ঝিলের পাশে কিছু সুন্দর মুহূর্ত!
রোমান্স মানে ফোনের দুপাশে শ্বাসের সুর তো।
রোমান্স মানে একে অপরকে মিস করা সব সময়।
রোমান্স মানে শুধু বন্ধ ঘরে রতিকেলিটা নয়।
তুমিও করো, আমিও করি, রোমান্টিক রোমান্স দুজন।
কিন্তু কী বলো, বুঝে না সবাই, এ কেমন রোমান্টিসিজম।