আর কয়েকটা মুহূর্ত। তারপরেই নতুন দিন।
নতুন আলোর স্বপ্ন নিয়ে লাল রঙের রঙিন।
এপ্রিলের বাইশ তারিখ, দিনটা তাদের জন্যে...
করোনার ভয়াবহতায় যারা নেমেছিল রণে।
লড়েছিল তারা নিজের না করে কোনো কেয়ার:
সেলাম জানাই আমি তাদের যারা রেড ভলান্টিয়ার।

অক্সিজেন বা অ্যাম্বুলেন্স, লিড দিয়েছিল তারা।
মানুষের জন্য কাজে তারা ছিল পাগলপারা।
আমার কয়েকটা শব্দের আস্ফালনে সেলাম করি...
মৃত্যুপথযাত্রীর যারা হয়েছিল কান্ডারী।

সেলাম সেলাম সেলাম জানাই ও রেড ভলান্টিয়ার
এমন করে লড়ে যেও... করো মানুষের কেয়ার।