ছোট্ট ছোট্ট কবি যারা, লিখে যারা অল্প;
ছোট্ট ছোট্ট গল্পকার, লিখে ছোটো গল্প;
সবার অনেক প্রতিভা আছে, তবুও হরির লুট...
শিল্পীস্বত্বা নিয়েও যেন আজকে দলছুট।
বড়ো নাট্যকার হওয়ার আশায় বাঁচে,
বাঁচে বেস্ট সেলার তকমা পাওয়ার আশায়।
লিখে বা অভিনয় করে, বা করে গান,
নিরলস পরিশ্রমের তবু পায় না সঠিক দাম।
সাদা ক্যানভাস বা বালির উপর আঁকা,
কিংবা কবিতার ছন্দে ছন্দে ইলাস্ট্রেশন,
অনেকের অনেক প্রতিভা যায় শেষ হয়ে...
যদি না পায় দাম, বাড়ে জীবনে ফ্রাস্ট্রেশন।
গানের কথা ও সুরে, টেক্কা দিতে কেউ না পারে
সবাই মুগ্ধ পারফরম্যান্সে, প্রশংসা প্রতিবারে...
তবুও যেন শিল্পী বলে কেউ মানে না রে।
আসলে ক্ষমতাটা সীমাবদ্ধ, ওই নিয়মমাফিক।
চাইলেও উপেক্ষা করা যায় না সেসব ঠিক।
যাদের হাতে ক্ষমতা আছে, তারাই কেবল যোগ্য:
বাকিরা অযোগ্য তাদের থেকে শতাধিক!
তুমি চাইলে হয়তো তুমিও প্রতিবাদ করবে,
কিন্তু যারা প্রতিবাদ করে, তাদের কজন চেনে?
শুধু পদলেহনকারী যদি হতে পারো তবেই,
ভূষিত হবে যোগ্যতার দাম আর সম্মানে।
যারা প্রতিবাদ করে, তারা প্রতিবাদী হয়!
বাকিরা শুধু লাফায় তালে তাল দিয়ে...
তুমি আমি সেই নগণ্যের দলে গণিত,
আমাদের নাম নেই, লোকে বলে ‘ইয়ে’।
আমরা তাল দি, চলছে যেটা ট্রেন্ডিং...
জানিনা বুঝিনা কী আসল ঘটনা, ইতিহাস কী।
শর্ত আমাদের- দলে যোগ দিতে হবে,
কারণ ওটাই সহজে উঠিয়ে দেবে ঘি।
ভাষা বুঝিনা, বুঝিনা ভাষার কী ভবিষ্যৎ
তবু হামলা করি, একটু হলেই বেইজ্জত।
অবুঝের দলে ভিড় করি বরাবর আমরা
বুজরুকি করতে তৈরি, সবাই একমত।
যারা মতের বিরোধিতা করে, তারা বিরোধী।
তাদের উপর চড়াও হওয়া আমাদের স্বাভাবিক।
প্রতিভা লুকায় আর লুকানোর জন্য যারা,
দাম না দেওয়া সবাইকে আমি জানাই ধিক।