প্রতিবাদের ভাষা শুধু প্রতিবাদ হোক,
না হোক সময়ানুগ ভিক্ষাবৃত্তি!
হাসি ঠাট্টা আড্ডা রাজনীতি সব হবে...
অপরাধী আগে পাক তার শাস্তি।

কৌশলে সব ধামাচাপা দেওয়া যায়।
নিদারুণ সেসব খেলার হিসেব...
কত সুন্দর আতঙ্ক বজায় রাখা যায়...
এসবের প্রতিবাদ করবেই বা কে?

প্রতিবাদের ভাষা আজ মৌনতা হয়েছে।
যৌনতা বেড়েছে সেই শান্তিতে!
“নীরবতা জানিবে সম্মতির লক্ষণ”,
এ কথা সবাই বসেছে ভুলিতে।

হাতিয়ারে ভালো শান দিতে হবে।
হতে হবে প্রতিবাদী বিকর্ণ।
মৌন ভীষ্মের বীরত্বে শুধু অর্জুন কাঁপে।
সম্মানে চুপ মহাবীর কর্ণ।

ধর্মরাজের রাজধর্মে বিশ্বাসী হয়েছে সব!
নিশ্চুপ থাকে বিধাতার প্রত্যুত্তরের জন্য।
যতই কর্ম, সবকিছুর নির্ধারণ করার হোক,
কর্ম না করে ফল পেয়েই হয় সব ধন্য।

সেই পুরান বিকৃত আর বিক্রিত হয়...
ইতিহাস শুধু মনে রাখে বীরেদের গাঁথা!
প্রতিবাদ করতে যারা চেয়েছে আর চায়,
সমাজ তাদের কেটে দিয়েছে পুরো মাথা।

প্রতিবাদের ভাষা প্রতিবাদ হোক,
নিশ্চুপ থাকা মহান্যায়!
যেদিন এ অপরাধ আমার সাথে হবে,
দেখবো আমার পাশেও কেউ আর নাই।