কেমন অনুভূতি চুম্বনে?
ভেবে দেখেছো?
শুধু কল্পনাতে তাকে চুমু খেয়ে গেলে...
কিন্তু সেই অনুভূতির ছোঁয়া পেলে না।
এইই হয়।
বাস্তব এটাই।
কিছুই নেই করার এতে।
শুধু কল্পনা জুড়ে তার উপস্থিতি
তোমাকে শান্তি দেবে।
তার শরীর স্পর্শ করা,
বাহুবন্ধনে বাঁধা পড়া,
কিংবা স্নেহের পরশ পেতে...
অনেকটা বেগ পেতেই হয়।
তারপর হঠাৎ করে যদি সম্মতি পেয়ে যাও!
কী হবে জানো?
কল্পনায় জমাট বাঁধা বারুদে
দেশলাইয়ের কাঠির ছোঁয়া,
আগুনের ফুলকির ছোঁয়া লাগবে।
সবকিছু অনিয়ন্ত্রিতভাবে বেরিয়ে আসবে।
ঠিক সেভাবেই
ভালোবাসার মানুষের সাথে প্রথম চুম্বন!
একদম আগ্নেয়গিরির লাভার মত উগড়ে দেবে।
উগড়ে দেবে মনের সব সুপ্ত বাসনা কে।
ছেলে হোক বা মেয়ে!
প্রায় সবারই জীবনে একবার প্রথম চুম্বন আসে।
সেই স্নেহের পরশের ঘোর কাটানো বড্ড কঠিন।
এক আলাদা অনুভূতির তাড়নায়,
বিরাজিত হতে থাকে অনেক চাহিদা,
আর একটা ভরসার জায়গা।
আবার হয়তো কাঁচের দেওয়ালের মত,
অনেক কিছু ভেঙে যেতেও পারে!
ঠুনকো স্তুপ তৈরি হবে।
আর সেই অনুভূতি, লাভার সাথে
চিরতরে বেরিয়ে এসে
সবকিছু তছনছ করে দেবে।