প্রেম,
এই শব্দটা,
জীবনে সুসংহত নয় অতটা!
হয়তো,
অসংগতিও নেই অধিক!
শুধুমাত্র, প্রেমিক-প্রেমিকা সম্পর্ক,
যদিও করি তর্ক,
শব্দকোষে নেই অস্তিত্ব।
শুধু ভাবনায় তার বসনা।

এই ভাবতে গিয়ে মনে পড়ে,
কাকে যেন মনে ধরে,
তবে,
বিশ্বাস বড়োই তীব্র,
ভালোবাসা হবে না এই জীবনে
যতই হাত পা এসে ধরো।

জানি,
কুৎসিত এই কবির কলমে
যা ঝরে লেখা হয়ে,
তাতে পড়বে প্রেমে,
অবান্তর এক স্বপ্ন।

তবু,
তর্কের খাতিরে,
ধরি কেউ পড়েছে প্রেমে,
গণিতের সম্ভাবনা দিয়ে হবে প্রমাণ-
দ্বন্দ্বে ভরা তার সমাধান।

আজ তুমি কত দূরে
সম্পর্কের বাঁধন ছেড়ে
আমি একা পথ চেয়ে
শুধু তোমারই জন্যে।

হয়তো এসব ভাবলে, হবে ভুল।
প্রেম যেন মৌমাছির হুল।

কিন্তু,
প্রেমলোলুপ দৃষ্টিতে,
তাঁর আবেগের কৃষ্টিতে,
ভালোবাসার শিলাবৃষ্টিতে,
আমি হবো সেই
আকাশ হতে যেই
হিমশৈলের টুকরো সমষ্টি
তাঁর ভালোবাসায় খুঁজছে খেই।

প্রেম,
যে শব্দটা,
ছিলনা সুসংহত অতটা,
প্রেমালাপের সঙ্গতিতে,
ভুলায়ে অতীতে,
শ্রাবণে বাদলক্রৌড়ে,
রবিতেজস্ফুর্তীসম,
বসন্তবিলাসে যেন মজে।

আলাপ থেকে প্রেমালাপ,
বড়োই বন্ধুর পথযাত্রার বিলাপ।
আর আমার প্রলাপ!


--কলমে কান্তি