ব্যর্থতার মাটিতে,
আজকে দিলাম পুঁতে
সফলতার নিশান পতাকা।
মনের যত নিস্তব্ধ উৎসুকতা
উসখুস করা ভাষা
দিলাম এঁকে
কলমের শেষ খোঁচায়
কাগজে,
তাকে পাঠানো প্রেমপত্রে।
সে যে স্বপ্নচারিণী,
হৃদয় বিদারিনী,
মায়াবন বিহারিনি।
তার জন্য লেখা পত্রখানী
এতদিন দেওয়া হয়নি;
আজকে হয়তো গেছে পৌঁছে,
সেই তন্দ্রাহরিণীর কাছে।
স্বপ্নপুরীর সেই বিচরণা,
সে অনিন্দিতা,
পঙ্কজ-নয়না,
সুপর্ণা সুজাতা।
শিল্পীর দীপিকার অঞ্জনা;
বা তুলিকার কারুকার্যের অপরূপা।
অদ্বিতীয়া সে,
মনস্বিতা।
আশুতোষ-আত্মজা যেন,
প্রশান্তির ছোঁয়া এহেন।
তেজদীপ্তা অরিত্রা অসামান্যা।
আবার সামান্যা স্বর্ণালী বর্ণা!
আমার ছন্দে
কী বা বর্ণী সেই অহনার কথা
দেবতনু তার জাগায় প্রেমের তৃষা।
দুর্বার ন্যায় কোমল তার ওষ্ঠ,
বহু অন্বেষার ফল সেই সৌষ্ঠব।
নাট্য-মুদ্রায় করে কেলি
কেশের বহরখানি।
উত্তরাকাশে ধ্রুবতারার মতো-
তার ঔজ্জ্বল্য!
শুধু কল্পনার জল্পনা।
তেঁই আমি মজেছি।
উল্লাসে তার হাসি
ভুলিয়েছে,
ভুলিয়েছে সকল ছন্দবানী।
ঠিক আমারই মতো,
প্রেমিক আছে তার কত!
অগুনতি প্রেমপত্র জমেছে হয়তো।
ধুলো জমা হয়তো।
আমারটাও স্থান পাবে নিশ্চয়,
যদি তার কৃপা হয়।
ব্যর্থতার প্রতি ক্ষতচিহ্ন দিয়ে,
পত্রখানি সাজিয়ে,
তারই উদ্দেশ্যে
প্রেরিত।
জানিনা,
আদৌ পৌঁছালো কি না!
আমার ব্যর্থতার খেদগুলি।
সফলতার নিশান পতাকা,
ব্যর্থতার বুকে হয়তো গাঁথা।
তবু অল্প ভয়।
আর তাতেই,
সাফল্যের পরাজয়।
আমার প্রেমপত্র:
নয় ব্যতিক্রমের উদাহরণ তাতে।
ব্যর্থতার রাগে,
তারই উদ্দেশ্যে…
আমি জানি।
ব্যর্থ মোর পত্রখানী॥
-- কলমে কান্তি