প্রেমিকা আমার নেই, আর জুটেওনি কখনও!
প্রেমিকার খোঁজে চলেছি বহু পথ, চলি এখনো।
নিতান্ত বন্ধু হয়ে থেকে গেছি, বা বন্ধুবৎসল!
প্রেমিক হওয়া হলো কই? আমি বোধহয় অচল।
কত প্রেমিকা বানিয়ে দেখলাম, পেলাম অবহেলা।
তাই সঙ্গী আমার কবিতা; সারাদিন, সারাবেলা।
উৎপাত আছে শব্দের, আছে ছন্দের আনাগোনা...
ব্যথা বলতে তেমন নাই, ওসব তো হাতে গোনা।
প্রেমিক হওয়ার ঝক্কি নেই, নেই পাগলামো প্রেমিকার।
কবিতায় আছে স্বপ্ন। আছে পথ চলার অঙ্গীকার।
নিত্যসঙ্গী তাই প্রেম কবিতার তরেই বিলোয়...
কবিতায় চিরসঙ্গী আমার, সৃষ্টি হোক বা লয়।
প্রেমিকা আমার নেই, আছে কবিতা আর কাব্য।
বাড়তি সময় নেই যে প্রেমিকার কথা আর ভাববো।