পাঠক হয়ে থাকতে চাই তোমার প্রেমের গল্পতে!
নায়ক হওয়ার শখ নেই। ভালো আছি এই অল্পতে।
নায়ক মানেই প্রেমিক। প্রেমিকাও থাকবে সাথে।
ব্যর্থ হওয়ার পরেও কি প্রেমিক হতে মন সাধে?
তোমার প্রেমের গল্প জুড়ে ভালোবাসার কথা!
শুধু প্রেমিক পায়না কোনো প্রেমিকা প্রেমরতা!
ভালোবাসার ভাষায় লেখা গল্পে কত মধু...
ভালোবাসার পথটি তাই কাঁটায় ভরা শুধু।
সাফল্য আসা দুরস্থ! প্রেম শুধু ব্যর্থতায় মোড়া!
প্রেম মানেই শুধু সব্বনাশ আগা থেকে গোড়া।
তাই পাঠক হওয়া ঠিকই আছে। প্রেমিক তো সইবে না।
নায়ক হয়ে প্রেমের ধোঁকা খাওয়া আমার আর হইবে না।
তুমি বরং পাঠিকা হইও, আমার প্রেমের কবিতায়...
প্রেম করার চেয়ে বরং পাঠক পাঠিকা হয়ে থেকে যাই...