ধন্য আমি পাগল হয়ে, তোমার প্রেমে যখন...
ধন্য আমি প্রেমিক হয়ে, প্রেমিকা তুমি যখন...
ধন্য আমি ব্যর্থ হয়ে, কবিতা লিখতে বসে-
ব্যর্থ প্রেমের কবিতায় ব্যর্থ প্রেমের রসে...
একটা দুটো শব্দ লিখি, আমার প্রেমের নামে,
চিঠির মত কবিতাখানি তোমার জন্য খামে।
ঠিকানায় লেখা তোমার নাম, ঠিকানা আমার মন
এই মনেতে শুধুমাত্র তোমারই বাস যখন!
কবিতাতে তোমার কথা, গানের সুরেই তুমি!
রোমান্সের ভাবেও তুমি আছো, কপালখানা চুমি।
এত কিছু লিখছি আমি তোমার প্রেমে পড়ে!
মনটা কি আমার জন্য একটু হলেও নড়ে?
জানি না। কেমন যেন মিথ্যে মিথ্যে প্রেম লাগে...
দূরত্ব বাড়াতে হলে, জানিও আমায় আগেভাগে!