লিখেছি কত তাকে নিয়ে, তবুও সে নির্দয়!
ভালোবাসার অজুহাতে কৃষ্ণ জিতেছে রাধা হৃদয়।
কত ছলনা, কত মধুর কথা, কত প্রেমের মাধুর্য...
গলে না মন, সে কঠিন এমন, প্রশমিত হয় সূর্যও!
নেশাতুর বুক, নেশাতেই সুখ, প্রণয়ের নেশা ভয়ংকর:
নেশায় বিভোর বিচলিত হয় কভু মহাতপী শংকর।
ভানু উদাসীন মায়ায় আসীন কর্ণের হয় জন্ম–
জন্মে কি আসে যায়? কর্মই সব। কর্মই তো ধম্ম।
“হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে...”
প্রেমের গুরু হয়ে আব্রু, নিয়ে যাও প্রেমের পথে।
প্রেমই ধ্যান, প্রেমই জ্ঞান, প্রেমই সব জানি...
প্রেমের তরে জীবন আমার; প্রেমী সবাইকে মানি।
খেয়ালী তিমির খেয়ালে বশেই লিখছে হেঁয়ালি ছন্দ!
প্রেমের সুখে বিভোর সে যে, প্রেমী আদ্যোপান্ত।