তোকে বরং বুকে জড়িয়ে ধরি।
মাথা রাখিস আমার কাঁধে তখন।
কান্নার জল গড়িয়ে পড়বে পিঠে!
ভালবাসা বাঁচবে ভালবাসার মতন!
আস্তিনে জমা তোর চোখের জল,
আর হৃদয়ে জমানো পুরোনো কান্না!
ভালবাসায় গলিয়ে দেবো সেই সব...
প্রেমের মাঝে দুঃখ আসা আর না।
অন্যায় যত করেছি আমি এতদিন
তোর কাছে কনফেস আজকে করি!
ভুলকরেও আবার কোনো ভুল হলে
আগের থেকেই জানিয়ে রাখছি সরি।
কান্না কেন আসবে বল আর চোখে?
কেন হবে অভিমান আর অভিযোগ?
আলতো করে আশ্রয় তোর- এই বুক!
আজকে তবে আবার প্রেমের শুরু হোক।