থেকে যেতে বলার মানুষের সংখ্যা কম।
তবু থেকে যেতে ইচ্ছে তো আমারও হয়!
কেন প্রেম আজকে হচ্ছে হরেক রকম?
ঠিক একরকমের প্রেম কেন যে নয়!
প্রেমের তরে জীবন বিলিয়েছেন কত
মহাপুরুষ, মহীয়সী সব মানুষজন!
"তবু প্রেমের জন্য করবো না মাথা নত!"
এই তো প্রেমে পড়া, ইগো ভরা ফ্যাশন।
"তাতে কোনো খেদ নাই, যদি ভালবাসা পাই,
ভালবেসে থেকে যাবো চিরদিন।
ভালবাসার তরে, রয়ে যাবো জীবন ভরে,
আর ভালবাসা হবে না কো ক্ষীণ।"
এই কথাগুলি, বলতে না পারে কেউ,
প্রেমের নামে ফ্যাশন ভরা অজুহাত।
ভালবাসার বকা লাগে কুত্তার ঘেউ ঘেউ,
কেমনে এরা প্রেমে হবে কুপোকাত!
ইগো নিয়ে শুধু বেঁচে থাকা জীবনে,
সইতে না পারি ভালবাসার অধিকার!
অতি অধিকারবোধ যেন রাখে শাসনে,
প্রেম কীকরে হবে তবে ভালবাসার?
সব সয়ে থেকে যাওয়ায় যায়
যদি দুপক্ষই মেনে আর মানিয়ে নিতে পারে।
সহ্য করা যখন হয়ে ওঠে দায়,
তখন প্রেমে টিকে থাকা কে টেকাতে পারে!