কী এক অজানা আবেশে আবিষ্ট হই আমি...
তুমি প্রণয়ের ডোরে চিরকাল বেঁধেছ আমায়!
থমকে গিয়েছি, যখন আমি তোমার হৃদগামী...
এক হওয়ার জন্যই তো তোমাকে আমার চায়।
ঠিক ভুল বিচার করিনি আমি একবারও...
শুধু চেয়ে গেছি তোমায় আমার করেই...
কী ঠিক কী বা ভুল, ভাবার প্রয়োজন নেই কারোর!
তোমাতেই খেয়া গিয়ে মেশে, তোমাকে আমার ধরেই।
তোমার কাছে যাবো বলেই যাত্রা শুরু আমার...
গল্প নেই মননদীতে কোনো তরীর থামার!
আমি তোমার, ছিলাম, আছি; তুমি থাকবে আমার।
মন্দ নয়, যদি ভাবতে থাকি আমিও যে তোমার।
তবু ভয় হয়, ভেবে মরি, কোথা থেকে কী হলো?
ভগবান না জানি কেন আমাদের ভালবাসালো।
বেশ তো ছিলাম অজ্ঞাত, অপরিচিত দুইজনাই!
এক প্রেমডোরে বাঁধি কেন যে আমাদের ফাঁসালো॥