কী বা বলি মুখের ভাষায়, আমি যে স্তব্ধ।
পড়াশুনার চাপ আমায় করেছে বেশ জব্দ।
পড়তে হবে আমাকে। অনেক পড়া আছে বাকি।
তবুও আমি পড়ছি না তো, দিচ্ছি কেমন ফাঁকি।
দুদিন বাদে পরীক্ষা শুরু, মন মেজাজ নেই ভালো।
এদিকে প্রেমিকাও নেই, যাকে আমি বাসবো ভালো।
কবিতা তাই লিখছি বসে, ভাবছি পড়ার কথা...
মাঝখানে সিঙ্গেলত্ব মনের মাঝে দিচ্ছে ব্যথা।
হুটহাট শুধু লিখে বেড়াই, চষে বেড়াই ফেসবুক!
যেভাবে হোক প্রেমিকা চায়, বাই হুক অর বাই ক্রুক।
সাথে আর পীড়া আছে, শিরে আছে সেমেস্টার!
পা মচকে যায় হুটহাট করে, ব্যথা পাই আকছার।
পড়তে হবে পড়তে হবে মন বলছে আমায়...
স্কুলের মতো আজকাল আর পারি করতে কামাই।