তোমার আমার নিত্যদিনের লেগেই আছে দ্বন্দ্ব...
তুমি ছাড়া তোমার প্রিয় আমার যে অপছন্দ।
রবীন্দ্রনাথ প্রিয় তোমার, আমার প্রিয় নজরুল;
গোলাপ দিলে খুশি তুমি, আমি চাই জবাফুল।
হাসলে তোমার দাঁতকপাটি, আমার হাসি মুচকি...
শশা গাজর আমি নিলে, তোমার তরমুজ জি।
চায়ের কাপে চুমুক দি; তুমি ঠোঁট ছোঁয়াও কফিতে!
আমি মশগুল কিশোর-মান্নায়, তুমি পড়ে রফি তে!
রাজনীতিতেও তরজা বসায়, বাম রাম ডান ওঠে...
বৈপরীত্যের মাঝেই কিন্তু সুখী আমরা দাম্পত্যে।
পছন্দ আর অপছন্দতে ভরা যতই এ সংসার!
দিনের শেষে আমি তোমার, আর তুমি? শুধুই আমার।