আজকে ভালবাসায় বিশ্বাসী প্রতিটা মানুষ।
ভালবাসার তরে বিলোতে চায় সব্বাই।
ভালবাসার নামে উড়ায় ভাললাগার ফানুস!
এটাই হলো আজকের ভালবাসার বাই।
চারিদিকে শুধু ভালবাসা আর ভালবাসা।
খোঁজ করে যায় প্রতিটা মানুষ তবুও...
একটা মুহূর্ত যদি দিত ভালো বাসায়,
হয়তো খুঁজতে হতো না আর কভুও।
নিতান্তই সহজভাবেই ভালবাসাকে ভাবি,
সুন্দর সকল কিছুই তার মধ্যে যেন!
তবুও কাছে পেয়েও অবহেলায় তাকে রাখি!
সেটার কারণও জানি না। কেন?
অতঃপর ভালবাসা শেষ কথা। এইটুকুই!
এত কিছুর পরও ভালবাসায় মজি।
ভালবাসা ছাড়া এখন নেই কোনো কিছুই।
মানি। আর এটাই আমি শুধু বুঝি।