অশ্রু ঝরা বর্ষার বিকেল; মেঘের গর্জন ওভার ডোজ...
অন্ধকারে বিদ্যুৎ এসে আমায় বলেছে রোজ...
মায়ায় ভরা সে চোখ নাকি আমার নেয় নি খোঁজ!

জানি না সে চোখে কী যে মায়া!
আমি তাকিয়ে থাকি রোজ...
ওই চোখ কি একটিবারও আমার নিয়েছে খোঁজ?

চোখের কোণায় অল্প কাজল, ঠোঁটে অল্প হাসি...
খিলখিলিয়ে হেসে কি সে বলেছে "ভালবাসি?"
আমি তো তার চোখের দিয়ে চেয়ে থেকেছি রোজ...
এ তো আমার জন্য একটু খানি ভালবাসার খোঁজ!

ঝোঁকের বশে চোখের পানে আটকে থাকি হঠাৎ!
উড়ে আসা চুলগুলো সব ঝড়ের দিনের কপাট!
আমি ঝড়ে ধুলো হয়ে ঢুকতে চাইছি মনের ঘরে...
সেই ঘরেতে আমার কোনো জায়গা নেই তো বস।
বিকজ...
চোখের মায়ায় নেই তো কোনো আমার জন্য খোঁজ!

মনের ঘরে নিলাম খোঁজ, তারই বাসা বলছে রোজ!
তাকে দেখে উদভ্রান্তের মত আমি হয়ে যাই পজ!
তবু তার চোখেতে আমার জন্য নেই তো কোনো খোঁজ।

চোখের মায়ায় আটকে থাকি, আবেগ খুঁজি রোজ...
ওই চোখ কি একটিবারও আমার নিয়েছে খোঁজ?