অনেক জমা কথা বাকি, বলতে চেয়েছি গল্পতে!
কাব্য-প্রহসনে, উপন্যাসের গানে, আর নাটকের দল বেঁধে।
স্বপ্ন নিয়ে এসেছি শহরে, ক্লান্তি করেছে গ্রাস।
ব্যস্ততা এ চোখে ঘুম টেনেছে, দূষণ রুদ্ধশ্বাস।
তবু মানুষের কাজ নেই; চিৎকার করে নেতারা...
বেকারেরা জমায়েত করে, সভায় গায় দোতারা।
কাঁথার তলে ভাতার টাকা, টাকার ভাটায় সব শেষ!
ভোটের নেশায় নেশাতুর নেতা, মাতাল সামলায় আইপিএস।
অর্বাচীনে গলা ফাটায়, কাটছে গলা কসাই কত...
কসাই কালি ভোগ পায়না, করা হয়নি অবগত।
লুণ্ঠন হয়, মহাভোজ হয়, নৈশভোজে জমে আড্ডা...
বর্গী-কথা ইতিহাস আজ... গদর করছে গদ্দার।
চাটাচাটি বেশ হচ্ছে হোক। পদলেহন কিংবা অন্য কিছু।
রাজগদ্দি-মসনদ প্রিয় আজ রাজারা লড়ছে তারই পিছু।
সম্রাট আকবর-অশোকের নীতি বাদ গেল... নতুন নীতি হলো চালু!
ধুতি-পাঞ্জাবি-শাড়ি-পোশাক সবই ফর্সা যেমন শাঁখআলু!
কালো উর্দি ন্যায়ের প্রতীক, অন্ধ-মূক-বধির আইন!
উঁচু স্বপ্ন দেখা গুনা আজকাল: মাথার চুলই ফাইন।
ট্যাকের টাকা টাক চমকায়, বাগায় ভুঁড়ি ভুরি ভুরি...
আমার শহরে আমি রোজগেরে, ঠেলা দিয়েছি চপমুড়ির।