আগের মতো ছন্দে ফিরছে এ কলম!
ছোট্ট ছোট্ট কথা নিয়ে আমি আসবো।
যে যা বলে বলুক লোকে, আমার তাতে কী?
সবার মাঝে জোরেই ঝেড়ে কাশবো।
রাজনীতির পরিস্থিতি আজ খবর...
এসব নিয়েই লিখছি আমি ভাইয়া!
প্রেমের কিছু শব্দ যদি পেয়ে থাকো...
প্রেমের কবিতা নয় তো কলম দিয়া!
রূপক দিয়ে লিখতে চাইছি তো বেশ!
কে জানে যদি করে কেউ ধাঁধার সমাধান!
কাজ কাম নাই তাই কবিতা লিখি আমি।
জমিদার রবি খুড়ো হতে চায় এ প্রাণ।
শুনতে চেয়েছি যেসব কথা, শুনতে না পাই।
যাদের বলার কথা, তারা চুপ করে আছে।
বলতে চেয়েও বোবা হয়ে থাকে তারা...
বেফাঁস কিছু বেরিয়ে যায় মুখ থেকে পাছে।
আমি তো বেশ বলছি কবিতার ছলে,
কে জানে কীসব কেস দেবে লোকজন!
চাকরি নেই, ডিগ্রী নেই, নেই পকেটে কড়ি!
জানিনা কেমনে সামলাবো পরিস্থিতি এখন।
আওয়াজ উঠছে। বোবার বাড়ছে শত্রু।
চুপ থাকা মুশকিল হয়েছে সেই মুকদের!
আসন ঠেকাতে খুলতে হবে মুখখানি...
নয় তো সব রসাতলে যাবে অগোচরে॥