নিরপেক্ষ হয়ে থাকি, গাই সাম্যের গান!
নজরুলে মিশে গেছে, ধনী গরীব সমান।
কী পারসিক, কী বৌদ্ধ, কী সুন্নি শিয়া হেন তেন:
মানুষ সবাই; মানুষের মাঝে হিন্দু শিখ জৈন।
অন্ন বস্ত্র বাসস্থান, প্রয়োজন আছে সবার...
ধর্ম দেখে বা অর্থ দেখে যায় কি করা বিচার?
ফাটা নোটও চলে যায় এ হাত ও হাত করে...
কে জানে কোন উঁচু নিচু মানুষ তা ধরে?
শ্রমের দরে ভেদাভেদ করে কুঁড়ে মানুষের দল...
সব ভেদাভেদ ভুলে নজরুলের সাম্য গাই চল।
ভুলোমনা, তাই বিদ্রোহীর গান গেছি সব ভুলে...
আল্লাহ কৃষ্ণ কালি পয়গম্বর সবই আছে নজরুলে!