কবির দেহে প্রান নেই - সে এক মৃত শরীর!
প্রেতাত্মা হয়ে ঘুরছে তার সেই প্রাণপাখি।
অল্প ভালোবাসার ছোঁয়া যেই না পাওয়া...
কবিতা হয়ে সাজছে কলমের সব কালি।
একটু ব্যর্থতা, কবি হয়ে ওঠার দিকে...
একটু ব্যর্থতা, সমাজের চোখে সুস্থ হওয়ার,
একটু ব্যর্থতা, প্রেমের সন্ধিহানে থেকে...
একটু ব্যর্থতা নিয়ে অল্প ছন্দ মেলানোর চেষ্টা।
বিন্দু বিন্দু জলের কণা দিয়ে, সিন্ধু তৈরি হয়!
অল্প অল্প ব্যর্থতা দিয়ে কবির কবিতা লেখা।
প্রাণহীন দেহ শুধু কবিতা আওড়ায় বারবার...
কবির প্রাণপাখি তো ধরেই রেখেছে কবিতা।
এমনিতে কবি তো মৃত- নেই প্রাণ তার শরীরে।
মনের মধ্যে রাখা ছন্দে কবিতা তৈরি ধীরে ধীরে।
অল্প খানিক প্রাণ বায়ু যদি আসে তার দেহে…
কবিতায় বাঁচাবে কবির প্রাণ বাকি মানুষ বাঁচে মোহে।