মনখারাপী মেঘলা রাতে
রাখবো হাত তোমার হাতে
স্বপ্ন বুনি তোমার সাথে
প্রতিদিনের ব্যস্ততায়...

মেঘের কোলে রোদেলা হাসি
বলছে তোমার কাছে আসি
আমি তোমায় ভালোবাসি
লিখছি তো কবিতায়...

গোলাপের ওই গন্ধে ভরা
উচ্ছ্বসিত বাক্যি হারা
তোমার সাথে ঘরে ফেরা
হচ্ছে না আজ তাই...

একলা একাই প্রেম যে খুঁজি
তোমায় চাওয়া আমার রুজি
ভালোবাসা শুধু পুঁজি
হাতে কিছু আর নাই...

কানের কাছে গান শোনাবো
প্রেমের সুরে মন মাতানো
পূর্বরাগের গল্প জমানো
কেটে গেছে একলাই...

যত দূরে যাবে যাও গো চলে
ফিরে এসো ডাক পেলে
তোমায় ছাড়া অবহেলে
আমি মৃতপ্রায়...

চাঁদের মত আলো দিও
তিমিরে হইও না ম্রিয়
প্রেমটুকু চেয়ে নিও
ভালোবাসি যে তোমায়...




*প্রথম গান লেখার চেষ্টা।
কেমন লাগলো পড়ে জানাবেন।