ভুগছে মানুষ মনখারাপে,
একলা থাকার এক স্বভাবে;
গাইছে শুধু নিম্ন চাপের গান...
সইছে সঙ্গীহীনের ব্যথা,
নিজের মনেই বলছে কথা;
একা থেকে জুড়াচ্ছে যে প্রাণ...
ব্যস্ত দিনের রঙিন ঝাঁঝে...
রাগ উঠেছে সকাল সাঁঝে!
গল্প বলার মানুষ তো আর নেই।
চুপটি থাকে বেজায় তারা,
ছটফটে খুব ছিল যারা...
পরিস্থিতি হয়েছে তো সেই।
তাই চলো, বেরিয়ে পড়ি...
বাধাগুলো পিছে ফেলে,
সবাই এখন ফিরি।
ভোকাট্টা হওয়ার রেওয়াজ,
নিজেকেই নিজের করে
তুলতে হবে তো আজ।
স্বপ্ন বোঝায় ঘুমের বেলা,
ঘুমের সাথে হচ্ছে খেলা।
কষ্ট যত পুষছে মনের কোণে।
কোন সাখিনে লিখবো চিঠি,
কোন ঠিকানা আসল সঠিক,
ভাবছি বসে এখন মনে মনে।
দু কাপ চায়ে উঠছে ধোঁয়া,
মনে মনে মনকে ছোঁয়া...
একলা মনের প্রতিদিনের গান।
আকাশের ঐ মেঘের ভেলা,
মনখারাপের পাকছে দলা,
ভিজছে মনের একতরফা স্নান।
তাই চলো, বেরিয়ে পড়ি...
মনের মাঝের গল্পগুলো,
মনের কাছেই পাড়ি।
ভোকাট্টা হওয়ার ভুলে,
মনকে দেখি আগের মত
মনটি উপরে তুলে।