মনের খবর কে বা রাখে, মনে রাখার মতো?
মিস করি যখন তখন আমার মন কে কত!
তোমার খোঁজে নিত্যদিন মনটা আমার ব্যস্ত!
তোমার খোঁজেই মনটা আমার করেছি বিন্যস্ত।
মনে পড়ে মনের কথা তোমায় বলার দিনটা...
বুকের মাঝে দুরুদুরু বাজছে বাজনা ধিনতাক ।
চোখে হারাই সারাক্ষণ, মনেও হারাই তোমায়...
তোমায় ছাড়া হৃদয় আমার থাকবে পড়ে কোমায়।
পূর্ণচ্ছেদে আসবে না তো আমাদের সম্পর্কটা...
কমা, সেমিকোলন প্রেমালাপে রইবে ঘনঘটা।
চিন্তা তে তুমিই আছো, মননেও আছো তুমি।
স্বপ্নে বিভোর তোমার আমি, স্বপ্নেই আমি চুমি।
ছোট্ট ছোট্ট কথার সাথে ভালবাসার জীবন...
তোমায় ভালবেসে আমি হয়ে গেছি এমন।