আমারই খেয়ালে শুধু তোমারই খেয়াল আসে...
যেন শুধু মনে মনে এ মন তোমারে ভালোবাসে!
তুমি ছাড়া বলো আমার আর কে বা আছে?
তাই তো বারেবার আমি যাই তোমারই কাছে।

প্রেমের গাড়িতে তেল হয়েছে তোমার মধুর হাসি!
হাসার ঝিলিক এতই মধুর, যেন শ্যামের বাঁশি।
রাধা হয়ে আমার এ মন ছুটে যায় তোমার পাশে...
মনে মনে আমার এই মন শুধু তোমায় ভালোবাসে।

দুই দ্বিপ্রহর বাজছে ঘড়ি। শব্দ করে তোমার নামে!
মনের কথা দিলাম চিঠি, ঠিকানা ও মন, লেখা খামে।
তোমায় প্রভু দেখি সবে, সকল কোণায় তোমার ধাম।
তুমি আল্লাহ, ফকির, রসূল, তুমি আবার সীতারাম।

তোমার কথা ভাবছি মনে, নিচ্ছি ও নাম সকল শ্বাসে।
মনে মনে আমার এই মন শুধু তোমায় ভালোবাসে।