এক ধমকে মন বদলে যায়-
এক চমকে হয়ে যায় ভোর।
নজরুলের লেখা লিচু চুরি-
আর আমার মোবাইল চোর।
দেয়াল ডিঙিয়ে গাছের থেকে
পাড়তে লিচু পড়লো ধরা...
আমার ফোন টা কে যে নিল!
হাই আমার তো কপালপোঁড়া!
নতুন ছিল মোবাইল খানা।
জাস্ট একটা বছর করেছে পার।
ওয়ারেন্টি না শেষ হতে হতেই,
চোরের সাথে সে পগার পার।
কাঁদতে বড্ড ইচ্ছে করে
জড়িয়ে ধরে সেই সেল খানা।
চুরির মাল টা কার কাছে ভাই?
আমাকে এবার দিয়ে যা না।
ভাইরে ভাই তোরে আমি
বলতে চাই একটা কথা-ই...
চুরি করার জন্য কি তুই
পেলি আমার মোবাইলটাই?
লিচু চোর কবিতার মত
ঠিক যদি এমন হতো...
হাত দিতেই ফোনের উপর
কুকুর হয়ে ও চিল্লাত!
মালির মত চোরটাকে আমি
ধরে ঠিকই নিতাম তবে...
কবিতার মত দু-চারটে
কিল কিন্তু জুটত না বে...
এক ধমকে মন বদলে যায়।
এক চমকে ইলশেগুঁড়ি।
হাতে আমি আর পাবো না?
আমার মোবাইলটা যে গেছে চুরি!