সবাই সঙ্গে আছে। মৌখিকে সবাই দিচ্ছে ভরসা।
রাস্তায় নেমে দেখি, মিছিলের মুখও আজ ফর্সা।
মিছিল হবে। সবাই চিৎকার করে জানিয়ে দিচ্ছে!
যারা মিছিল করছে, তাদের লাভ, অন্য কেউ নিচ্ছে।
বোবার নেই কোনো শত্রু। মিত্রও কি আছে খুব?
জানিনা চুপ থেকে কোন অমৃতে দিচ্ছি যে ডুব!
আওয়াজ নেই। লড়ি চলে যায় আপনভোলা পথে!
সারথী যেন শল্য মামা মহাবীর কর্ণের রথে।
শরিক হতে সবাই চায়। তবে সেটা মনে মনে...
সমাজের যা রূপ, তাতে কেউ নেই, সবাই নির্জনে।
পেটের গ্যাস মাথায় চড়ে বসে; যন্ত্রণা হয় তীব্র!
সমস্যার সমাধান করতে মানুষ হয়ে ওঠে ক্ষীপ্র।
আমিও বাকিদের মতো শুধু লিখে হই ক্ষান্ত!
নমস্কার! আমিও আপনাদের মতো শরিক।
অধমের নাম শ্রীযুক্ত তিমির কান্ত!