তোমার ওই মরু বুকে মেঘমল্লার হয়ে বাজতে চাই...
বৃষ্টির কিছু ফোঁটা হয়ে মিশবো তোমার উষ্ণ গায়...
গ্রীষ্মের দাবদাহে কী জ্বালায় জ্বলছ সারাদিন প্রায়...
রাতের আঁধারে শরীর জুড়ানো আমি, হবো শীতল বায়!
ভানুর ওই তেজের বশে, খামতি শরীরের চাহিদায়...
ছান্দসিক শরীর এখন ছন্দহীন আর জীর্ণকায়...
খুঁজছে শুধু চাতকের মত দু-এক ফোঁটা জল তাই
রুক্ষ পরিবেশ ক্যাকটাসে ভরা, একটুও জল নাই।
দীপক রাগের উল্টো হতে তোমার কাছে উৎসাহ পাই...
রুক্ষ তোমার মরুবুকে মেঘমল্লার হয়ে বাজতে চাই...
দু এক ফোঁটা বৃষ্টি হয়ে তোমার চরে পড়বো ঝরে...
ভাস্করের ওই ভাস্কর্যে পরদ হয়ে ঢাকবো তাই...
বৃষ্টির কিছু ফোঁটা হয়ে মিশবো তোমার উষ্ণ গায়...