মায়াবী তোর ওই চোখ...
চোখে জড়ানো কালো কাজল!
ও রূপে হারিয়ে যায় শোক...
তাই দেখি তোরে, কী করি বল!

যত ভাবি ভাববো না আর...
তত ভেবে যায় মন তোরই কথা!
তোর থাক এ মন আমার...
জানি তুই দিবি না তো ব্যথা।

ভালোবাসা যায় না বারেবার...
তবু যেন তোর প্রেমে পড়ে যাই!
বেঁধেছে প্রেমের যে তার...
তার টান তোর মুখের ও মায়ায়।

ভালোবাসি বলা বাকি নেই...
বলেছি তোকে আমি হাজারও বার!
এমন ভালো তোকে বাসবে বা কেই?
পাবি না আমার মতো তো আর।

জাদু যেন তোর চোখের নেশা...
চেয়ে থাকি ওই কাজল মাখা নয়নে!
চলে গিয়েও আবার ফিরে আসা...
জমে থাকে প্রেম হৃদয়ের বয়ামে।