ক্লান্ত পাখিরা ডানা মেলেছে, বাড়ি ফিরছে গোধূলিতে...
ঘুমহীন চোখ রাতচরা হয়, থামছে মেসেজগুলিতে।
কিছু বার্তা ভবিষ্যতের, কিছু বার্তা স্বপ্নের!
কিছু অতীত খুঁড়ে খায়, বেকারত্বের যত্নে।
কোদাল গাঁইতি হাল নিয়ে চাষা চাষ দেয় জমি,
বৃষ্টির দেখা নাই, শুধু রবির উত্তাপ ভরা বমি।
দ্বারস্থ হবো কার? বৃষ্টির জলে কারেন্ট লেগেছে কলিং বেলে!
যদি মারা যায়, গরীবের কি আর কোনো সমব্যথী মেলে?
বোঝা বয় আজও বাচ্চা ছেলেপিলে, অপ্রাসঙ্গিক ইতিহাস!
হরপ্পা সিন্ধু হারিয়েছে। আছে নেতাদের প্রতি বিশ্বাস।
রাত বারোটা বাজে। থেমে যায় চারিদিকের মাইক!
আহা কী ভাষণ প্রার্থীর: মানুষের প্রতি প্রেম অমায়িক!
আলোড়ন তুলে যায়, মাঝে মাঝে আসে বিপ্লবের ঝড়!
সেই ঝড়ে নতুন নেতা আসে; কারণ হয় আবার পর।
নেই ফ্যান, নেই নুন, নেই বিড়ি ধরানোর দেশলাই।
নেই গ্যাস-চুলো, উন্নয়নগুলো ঢেকে যায় ধোঁয়াশায়।
কোথায় সুদিন? কোথায় রুটি রুজির পাওনা আদায়?
কোথায় মানুষের কথা? আছে টাকা কামানোর বাই।
আমি দুঃখের পন্থী হয়ে দুঃখ খুঁজে বেড়াই গান গেয়ে।
কবিতা লিখি প্রতিমুহূর্তে, কান্নাভরা দুঃখ খুঁজে পেয়ে॥