একটা ফুটফুটে ফুলের কুঁড়ির মত ছিল সে!
দাঁড়িয়ে ছিল ঠিক রাস্তার মাঝখানটি-তে।
না না বাচ্চা নয় একদমই। বাচ্চার কথা নয়...
ট্রাফিক পুলিশের কথা এটা বসেছি লিখতে।
লেডি অফিসার ছিল। সাদা পোশাকে অপরূপ!
চোখে পাওয়ার চশমা আর হাতে সিগন্যাল...
রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল, ভিড় সরিয়ে দিতে;
এ যেন ইউনিক্স ওএস এর লিনাক্স কার্নাল।
হঠাৎ সাদা শান্তির সূচক রক্তে লাল হয়ে গেল!
বিস্ময় ধরিয়ে একটা বাস দিল তারে ধাক্কা!
মাথা দিয়ে ঝরতে থাকা রক্তরসের স্রোতে
সহকর্মীর রুমাল ও করতে পারলো না রক্ষা।
একটা টাটকা তাজা প্রাণ... শেষ হয়ে গেল!
যেমন বর্ডারে থাকা মানুষগুলো শেষ হয়ে যায়!
যারা সত্যিই মানুষের জন্য উর্দি দেয় গায়ে...
তাদের পরিণতি হয়তো এটাই হয়! হাই!
সাদা পোশাক কত লোকে গায়ে পরে!
প্রতিদিন কত মানুষকে দেখি শান্তির বাণী দিতে!
কিন্তু এরকম একটা সাদা গোলাপ রক্তরাঙা হলে
সূর্য ডোবার আভাস দেখি ওই নৈঋতে।
কত ধরনের গোলাপ দেখি রোজ...
লালরঙা গোলাপ দিয়ে হয় প্রেম শুরু!
সাদা গোলাপ লাল রক্তে ভেসে গেলে
সে লালে প্রেম নেই! আছে দুঃখী হৃদয় করুণ!