দোষ করে বললে সরি, সব দোষ-ই হয় মাফ!
ক্ষতির হিসেব টাকার অঙ্কে মিটিয়ে দিলেই সাফ।
ঘর-বাড়ি যার উড়ল ঝড়ে, গড়তে হলে নতুন করে
ক্ষতিপূরণ টাকার হলে মিলবে খাপে খাপ।
কিন্তু গেলে সম্মান টা, কিংবা সন্ত্রাসে গেলে প্রাণ–
ক্ষতির হিসেব কি টাকার অঙ্কে মেটানো যাবে বাপ?
অনুদানের পুণ্য দিয়ে কি লুকায় চুরি করার পাপ?
"অ্যাক্ট অফ গড" বললে পরে, কী বা বাকি যায়?
সুনামি থেকে ভূমিকম্প-ঝড় সবই ধরে তাই...
খুন কিংবা ধর্ষণ কি তাদের মধ্যে ধরা যায়?
মানুষের প্রকৃতিগত যদিও দুটোই ম্যাচ খায়।
বাড়ি ঘর উড়ে গেলে ঝড়ে, টাকার হিসেব যেমন
সবকিছুরই জন্য রাজি দিতে ক্ষতিপূরণ...
দোষ টা শুধু ঢাকলেই হবে; সামনে আসতে নারাজ।
দোষ করে সরি বলা, সব দোষীদেরই তো কাজ।
সরি টা তো ইংরেজি কথা, তার একটু বাঙালিকরণ:
অত্যাচারে যা ক্ষত, তা মেটাবে ক্ষতিপূরণ॥