লিখতে আর ইচ্ছে করে না আসে না কলমে শব্দ
সময়ের পরিহাস আমায় করেছে বেশ জব্দ।
আমি ভেবে মরি কি যে করি কি বা লিখি আর
কবিতা লেখা ক্ষান্ত দিয়ে শোকের জেরবার।
যা কিছু মাথায় ঘোরে, বমি করি কবিতায়...
লেখার পরিসর ছোট্ট হয়েছে, লিখছি না আমি তাই।
আমি ক্লান্ত। পরিশ্রান্ত। আর হয়না কিছুই ভাবা!
তর্কবাগীশ তর্ক করে, কে বড়? মন্দির না কাবা!
চুপ করে থাকি আমি, লজ্জা পাই কিছু বলতে...
গাছ দেখিনা কোনো পাশেই, আমার পথ চলতে!
সূর্যের প্রখর তাপ। শান্তি পাইনা ঠাণ্ডা ঘরে...
সুখের স্বপ্ন দেখি উজ্জ্বলন্ত বিছানার চাদরে।
শান্ত হয়ে যাই। মাথা যন্ত্রণার শেষ করি গরমে!
অব্যর্থ হওয়া উচিত যা ব্যর্থ হয় প্রতি মরমে।