আমি শুধু লিখে যাই তোমাকে নিয়ে
তবু কেন যাও তুমি হারিয়ে
ভালোবাসা বোঝোনা নাকি তুমি আমার
আমাকে ছেড়ে যাও যে পালিয়ে
তাই লিখে যাই আমি বারেবার
তোমাকে নিয়ে আমার যা লেখার
হইতো পড়েও দেখো না তো তুমি
তবু যেন এ শুধু তোমারই…
কবিতায় তুমি…
আমার কবিতায় তুমি…