একটা কবিতা লিখতে বসি, সময় নিয়ে হাতে...
কবিতার চেয়ে ছন্দ হারা কিছু বিবৃতি আসে তাতে।
হঠাৎ করে যেই না আমি দু চার লাইন লিখে দি...
কেমন জানি হুট করে আমেজ আসে কবিতারই।
একটা দুটো শব্দ জুড়ি। প্রথম দ্বিতীয় লাইন মেলাই।
তার পরে কী যে লিখি! ছন্দ যেন হারিয়েই যায়।
বুঝতে পারি না: লিখছি নাকি করছি পরীক্ষা লেখার!
আদৌ কেউ পড়বে এসব? নাকি সময় পাবে দেখার?
হিং টিং ছট, নট ফট ঘট, উচ্চিংড়ে আলুর ঝোল...
আদা লঙ্কা পেঁয়াজ দেবো, টাকা কোথায় বল...
কবিতার জন্য আদর ব্যাপারী, আদতে কিন্তু নই!
"হামি ফকির আদমি আছি", শুধু এতটুকুই কই।
ঝোলা আছে। ঝোল ও আছে। নেই গ্যাঁট্ এ টাকা...
ভবিষ্যতের ভাববো কথা, পকেট পুরো ফাঁকা।