মনখারাপে কবিতা লিখি, বাঁচতে চাই তার জোরে!
ভাবনাগুলো কবিতা হয়, লিখতে থাকি কাকভোরে।
স্বতস্ফূর্ত শব্দ জমে, জড়িয়ে ধরি কলম দিয়ে...
আজকে তাই কবিতা লিখি মনখারাপের গল্প নিয়ে।
লেকের ধারে, নদীর পাড়ে, সমুদ্র সৈকতে বালুচরে,
গাছে ঘেরা পাহাড় শিখর কিংবা মনের অন্তরে...
জমছে কালি, জমছে ধুলো, জমছে আরো ব্যথার কথা!
কবিতা হয়ে ঝরতে চায়, কলম বেয়ে ভোরবেলা।
সূর্য ডুবে, রাত্রি আসে, একলা রাত্রের হাওয়া সাথে!
একলাপনা ভাবায় ভীষণ, কেমন কষ্ট শব্দাঘাতে...
ক্যালকুলাসের সূত্র দিয়ে কষছি নিজের যন্ত্রণা!
কবিতা দিয়েই হচ্ছে খতম, উগড়ে দিচ্ছি সব ট্রমা!
বাঁচার জন্য মনখারাপে কলম ধরে কবিতা লিখি...
কবিতা দিয়ে মনের কষ্ট এক নিমেষে ঝাড়তে শিখি।
মনখারাপে কবিতা লিখি, বাঁচতে চাই তার জোরে!
ভাবনাগুলো কবিতা হয়, লিখতে থাকি কাকভোরে।
স্বতস্ফূর্ত শব্দ জমে, জড়িয়ে ধরি কলম দিয়ে...
আজকে তাই কবিতা লিখি মনখারাপের গল্প নিয়ে।
লেকের ধারে, নদীর পাড়ে, সমুদ্র সৈকতে বালুচরে,
গাছে ঘেরা পাহাড় শিখর কিংবা মনের অন্তরে...
জমছে কালি, জমছে ধুলো, জমছে আরো ব্যথার কথা!
কবিতা হয়ে ঝরতে চায়, কলম বেয়ে ভোরবেলা।
সূর্য ডুবে, রাত্রি আসে, একলা রাত্রের হাওয়া সাথে!
একলাপনা ভাবায় ভীষণ, কেমন কষ্ট শব্দাঘাতে...
ক্যালকুলাসের সূত্র দিয়ে কষছি নিজের যন্ত্রণা!
কবিতা দিয়েই হচ্ছে খতম, উগড়ে দিচ্ছি সব ট্রমা!
বাঁচার জন্য মনখারাপে কলম ধরে কবিতা লিখি...
কবিতা দিয়ে মনের কষ্ট এক নিমেষে ঝাড়তে শিখি।