লিখতে বসিনি বহুকাল; থেমে যাচ্ছে কলম।
কেমন করে ফিরে পাবো আমার ব্যথার মলম?
কবিতা তো আমার স্বস্তির জায়গা, ওটাই সব;
মন থেকে আসা কথাগুলো আজ মেরেছে থম।
আওয়াজ নেই মনের ভাষার, শান্ত কোলাহল!
সিকে-আনায় বিকিয়ে গেল লেখালেখির চল।
শুধু অভ্যেস ছিল ভালো ছিল, এখন রুজির উপায়...
বাঁচার জন্য লিখছি তবু বাঁচছি না কেন বল!
কবিতা ছিল ব্যথার মলম, অ্যান্টিবায়োটিক;
কষ্ট হলে মনটারে সে মানিয়ে নিত ঠিক...
আজকে সেই ভাবটাকেই মিস করি আমি খুব!
চাইছি থাকুক কবিতা-কবিতা ঘিরে চারিদিক।