চলে যাওয়ার আগে কিছু কথা লিখে যাবো হোস্টেল নিয়ে...
কত স্মৃতি জড়ানো এখানে আছে ভালবাসা আবেগ দিয়ে...
দিনভরের পড়াশুনা আর ক্লান্তির বিনিময় হয়ে যায় সহজেই—
আনন্দের সাথে দাদা-ভাইদের যত আড্ডা জুড়ে যেই।
আমি তুমি কত ভয় পাই, কত কষ্ট লাগে বাড়ি ছেড়ে...
বাড়ির যত আবেগ আছে, মুক্ত হতে কেই বা পারে?
দ্বিতীয় বাড়ি নাম রাখা হয় তাই হোস্টেলের বিল্ডিং কে!
হোস্টেলই পারে ভুলিয়ে রাখতে বাড়ি ফেরার সব থিঙ্কিং কে।
কিছু হুল্লোড়, কিছু মস্তি, কিছু ইন্ট্রো-র্যাগিং আর অনুষ্ঠান...
কেউ নিতে পারবে না হোস্টেল লাইফের প্রিয় সময়-স্থান।
হোস্টেল ইজ হোস্টেল ভাই, এর মত আনন্দ কোথাও নাই...
যুগের পর যুগ পেরিয়ে যায়... এমন আনন্দ আর কোথায়?