অদ্ভুত শান্তি দিল বৃষ্টির আগমন!
তপ্ত দাবদাহে মন ছিল উচাটন।
আর্দ্র উষ্ণতা যতটুকু ছিল বাতাসে,
শীতল সমীরে ভাসলো উচ্ছ্বাসে।
আরো আরো বারিধারা আসুক...
আসুক বৈশাখে কালবৈশাখী।
কষ্ট ভুলে লুটে নেবো সব সুখ!
মলিন মেঘেও ঝলকে তড়িৎ হাসি।
অপেক্ষা করছে সবাই বৃষ্টি হবে জোরে...
এ আবহাওয়ায় কষ্ট পায়, যারা নেই জোড়ে!