অপেক্ষার এই দিন ছিল। হলো অপেক্ষার অবসান।
নতুন পালক জুড়লো তাজে, গাও তবে জয়গান।
সবাই মিলে লড়েছে ওরা, আগুন জ্বলছে মাঠে!
শিরা ধমনী উত্তাল ছিল, উত্তেজনা প্রতিটা গাঁটে।
জয়ের হাতছানি, ঘুম আনেনি, নির্ঘুম রাতের যন্ত্রণা...
জিতিয়ে ট্রফি করলো প্রমাণ, থামলো সব গঞ্জনা।
উত্তাল আজ দেশজুড়ে সবাই, দীপাবলির ছোঁয়া।
খুশির মেজাজে ভারতবর্ষে, সফল আজকে দোয়া।
সবার জন্য শুভেচ্ছা জানাই, খুশির সাথে মাতি!
সেরার সেরা ভারত আমার, জয়ের গন্ধে এ মাটি।
রোহিত বিরাট পন্থ দুবে সূর্য রবীন্দ্র কুলদীপ...
জয়ের নিশান উড়িয়েছে গায়ে যশপ্রিত আর্শদীপ।
অক্ষরে অক্ষরে স্বপ্ন ছিল, ছিল পান্ড্যর কামব্যাক;
দেড়শ কোটির স্বপ্ন সফল, সুন্দর এ দিন এক॥