কিছুটা ফ্রাস্ট্রেশন। কিছুটা ইচ্ছা। আর?
আর কিছুটা ভালোবাসা দিয়েই বসে থাকা।
কিছুটা পরিস্থিতির ধাঁধার চক্করে কাটানো,
কিছুটা না চেয়েও, চেয়ে বসা আবদার।
সরকারি চাকরিটা ঠিক এমনই হয়।
সে কেরানিগিরি হোক বা মাস্টারি,
বা উচ্চপদস্থ কর্মচারি, সবই একই৷
শুধু গার্লফ্রেন্ডের বাবাকে ইমপ্রেস নয়;
নয় বয়ফ্রেন্ডের মাকে নিজের ওজন বোঝানো;
নিজের জায়গাটা তুলে ধরার জন্যও বটে।
তবু পরিস্থিতি যেমন হচ্ছে দিনরাত...
আশার আবেশে বিফল মনোরথ হওয়া স্বাভাবিক।
তবু একটা স্ফুলিঙ্গের কারণে টিকে থাকা হয়।
সেই টিকে থাকায় এনে দেবে জয়।
জীবনযুদ্ধে হওয়া ফ্রাস্ট্রেশন থেকে জয়।
নিজের জায়গাটা তুলে ধরে রাখার জয়।