বয়স বাড়ছে, আয়ু ফুরায়, তবুও অনেক বাকি...
বলিরেখায় প্রলেপ মেরে সবাইকে দেবো ফাঁকি।

স্বচ্ছতার দিনের আশায় স্বচ্ছ থেকেও নেই...
কাদাজলে আছি পড়ে, সাদা কাপড় পরনে।

যেদিকে তাকাই সিঁদুরে মেঘ ছেয়ে আছে নীলাকাশ!
রবির আভায় রামধনু হবে, নেই তার কোনো অবকাশ।

বিপরীত ভাবে ভাবতে বসে, শুরুতেই করি শেষ!
অধিকার পেতে অধিকারীর কাছে আবেদন করি পেশ।

এই তো এখন বর্ষাকালে সোঁদা গন্ধ পাকা রাস্তায়;
রঙের প্রলেপে রঙিন করে মেরামতি আজ সস্তায়।

রক্তলোলুপ কুঞ্জবনে লাল জবা কই আর?
জুঁই অপরাজিতা অপত্য নিয়ে বসিয়েছে কারবার।

ফুল ফোঁটে, অপুষ্পকেও; সপুষ্পক তো বন্ধ্যা।
অনেক কিছু দেখা বাকি, এই তো জীবনের সন্ধ্যা