জীবন যেন ক্রিকেটের মাঠ, কাটছে শুধু অনিশ্চয়তায়!
সিলি পয়েন্ট মিস করি আর লাইন মিসে উইকেট যায়।
বাউন্সার আর বাউন্সার আসে, ডাক করি তারে বারবার;
ওয়াইড ও নেই, ব্যাটেও লাগেনা- শট হয়না আপার কাট।

সেঞ্চুরি তো ভাগ্যে নেই, ছয় চার ও তো আসেনা...
সবাই নিজের ক্যারিয়ারে ব্যস্ত, টীমকে ভালোবাসেনা।
পিচটাও অনুকূল নয়: আবার, বলটাও ঠিক মারার নয়,
মনে গাঁথা, একটা বলেই ছোট ইনিংসের আউটের ভয়।

কাট করি বা সোয়াইপ করি, সেই ডট বল হতেই থাকে!
কভার ড্রাইভে চার মারবো, এমনটা তো নেই ভাগ্যে।
বাউন্সার আর ইয়র্কারে জীবন হয়েছে ভাই ছারখার।
হে ভগবান এই সময়ে তোমার গুগলি মারাটা কি দরকার?

কেমন যেন অনিশ্চিত, জয় পরাজয়ের মাঝে ফেঁসে!
জীবন যেন ক্রিকেট খেলা, আর বা কি বলো বিশেষে!

(পরে আরো পরিবর্তিত হতে পারে...)