তুমি আমি ঝুলছি যেন তুলার দুটো পাশে:
ওজন করে মাপছি কার ভার টা অধিক...
তুমি আমার প্রেমে ডুবেছ নাকি ডুবেছি আমি,
কে বেশি প্রেমের ভেতর? প্রেমিকা না প্রেমী।
বন্ধুত্বটা টিকে আছে, এটাই কি নয় যথেষ্ট?
প্রেমে জড়িয়ে পড়লে তো বাড়বে অনেক কেচ্ছা!
প্রেমিক প্রেমিকা প্রেমই করে, বন্ধুত্ব যায় চুলোই।
দামটা কেমনে কমাই সখী, বুঝোনা সদিচ্ছা?
সম্পর্কটা টিকিয়ে রাখতে দুতরফই তো রাজি,
তবুও কেন ভালোবাসাটা টানছ করে কাজী?
তুমি আমার, আমি তোমার, বন্ধুত্ব দিয়ে রাজে,
প্রেম করে লোকজনের কাছে কেমনে হই পাজি?
ঝুলিয়ে তবু রাখছি দেখো সবার মতন দুজনে
প্রেম আর বন্ধুত্বের সম্পর্কটির মাঝখানে।
সেই তো আবার ব্রেক আপ হবে, বন্ধু হবো শেষে...
মাঝখানের কটা দিন কেন কাটবে অভিমানে?
গভীরভাবে ভাবতে হবে, চলো বসি আবার।
আলোচনা করে সব মিটিয়ে নি ধাঁধা।
করবো প্রেম? নাকি বন্ধু হয়েই থাকবো চিরকাল।
নাকি এমনভাবে জগাখিচুড়ী সম্পর্কে রবো বাঁধা?