এখনো তাকে মনে পড়ে।
তার চোখের গভীরে ডুবে যায় মন।
সে মায়া কাটানো বড্ড কঠিন।
তার একচিলতে হাসি...
নির্দ্বিধায় ভালোবাসতে বলে।
কিন্তু এখন আর ভালোবাসা যায় কি?
সে আজ অন্য কারো আমানত!
বিয়ে হয়ে গেছে তার।
বিবাহিত জীবন কেমন যাচ্ছে তার
সে খোঁজও নেওয়া হয়নি।
কিন্তু যাকে ভালোবাসা হয়,
তাকে ভুলে থাকা যায় কি?