সম্পর্ক নিয়ে সন্দিহান, লুপ হোল খোঁজা ও চলে।
কেমন করে আব্দারে প্রেমের বরফ গলে?
ভালবাসার কেন্দ্রবিন্দু হৃদপিণ্ডের কপাটিকা-
ব্রেক আপ মানেই কি হার্ট ব্লক, জীবনের যবনিকা?
হৃৎস্পন্দনের সাথে সাথে ভালবাসা যদি টিকে:
ভালবাসার জন্য জীবন বেঁচে যেত দিকে দিকে।
প্রতিটা শ্বাসের কথা, শুধু কথার কথা না হলে,
ভালবাসার মানুষ থাকবে ভালবাসার-ই দলে।
ভালবাসার জন্য যত আক্ষেপ আছে জমা-
হৃদয়ের শেষ কবিতায় লিখবে দাড়ি আর কমা।
রক্তবাহী শিরা উপশিরা ধমনী সব জুড়ে
জমে উঠবে ভালবাসা ভালবাসার আস্তাকুড়ে।
ডিম ফেটে মুরগি আসে, আবার মুরগিতে দেয় ডিম।
হৃদয় দিয়ে ভালবাসা উপকারী যেমন তেতো নিম।