হিসেব মেলেনি জীবনের। রাত হয়েছে অনেক।
রাতজাগা তারার সাথে আমিও জাগি বেশ।
ক্ষয়ের মত লাগছে এবার জীবনের প্রতিটা মুহূর্ত...
কবে মাতাল করবে ঘ্রাণ ওই সুচারু কেশ।
ভাবা যায় না দিনরাত দুপুর ভোর সকাল বিকেল!
স্বপ্নে ভেসে বেরায় হিসেবের খোঁজ নিতে বারবার।
ঘুড়ির লাটাই মাঞ্জা দেওয়া হয়নি তারই জন্য...
আমি আদতে সময় পাইনি তাকে নিয়ে ভাবার।
জীবন্ত শরীরে রক্তের প্রবাহ নদীতে জলের ধারা
আসন্ন মোহনায় মিশে যেতে ইচ্ছে হয় খুব তার
রাজ করতে থাকা হৃদয়ের আবেগ আজকাল
আমার কাছে বিস্বাদ হয়েছে বুজরুকির ধূর্ততা।
জারণ ঘটিয়ে শরীরের খাবার, ভালোই ক্লান্ত এ দেহ।
ঘর্মসিক্ত হয়ে ওঠে স্বপ্নের অতি কারুকার্যতার প্রলেপ।
প্রলাপ বকে ফিরি কবিতার ছন্দের যাদুর ভোজবাজি
হিসেব মেলাতে তার নেই কোনো সদুত্তর পদক্ষেপ।
আর উৎসাহ নেই দেখে ক্ষান্ত দিয়েছি কলমকে।
কালির অন্তিম ইশারায় নিজেকে বেঁধেছি নিত্য
কম্পাসের কাঁটায় গেঁথে কাগজের সাদা অংশ
পরিধি কমিয়ে নিয়েছি। বিন্দু আজ আমার পরিবৃত্ত।